bn_tw/bible/names/joel.md

1.7 KiB

যোয়েল

ঘটনা

যোয়েল ছিল একজন ভাববাদী যে সম্ভবত যিহুদার রাজা যোয়াস এর রাজত্বকালে ছিল ৷ পুরাতন নিয়মে আরো অনেক লোকের নাম যোয়েল ছিল ৷

  • পুরাতন নিয়মের শেষ বিভাগের ভাববাদী পুস্তক গুলির মধ্যে যোয়েল পুস্তকটি ছিল শেষ পুস্তক ৷
  • যোয়েল সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে এইটুকুই যে তার পিতর নাম ছিল পথুয়েল ৷
  • তার ধর্মাপদেশ প্রেরিত পিতর পেন্তেকস্ট এর দিনে উল্লেখ করে যোয়েল পুস্তক থেকে ৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ হয়)

(অবশ্য দেখুন: যোয়াস, যিহুদা, পেন্তেকোস্ট)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3100, G2493