bn_tw/bible/names/joab.md

1.8 KiB

যোয়াব

বর্ণনা

যোয়াব ছিল এক গুরুত্বপূর্ণ সামরিক প্রধান রাজা দায়ূদের সমগ্র রাজত্বকালে ৷

  • দায়ুদ রাজা হবার পূর্বেই, যোয়াব তার এক বিশ্বস্ত অনুগামী ৷
  • পরে, রাজা দায়ুদ রাজত্বকালে সমগ্র ইস্রায়েলের, যোয়াব সেনা প্রধান হন
  • যোয়াব ছিল রাজা দায়ূদের ভাগ্নে, তার মা ছিল দায়ূদের এক বোন ৷
  • যখন দায়ূদের পুত্র অব্শালম তার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে তার রাজত্বকে ছিনিয়ে নেবার জন্য, তখন যোয়াব অব্শালমকে হত্যা করে রাজা দাযুদকে কে রক্ষা করনার্থে ৷
  • যোয়াব ছিল আক্রমনাত্মক যোদ্ধা এবং ইস্রায়েলের অনেক শত্রুদের হত্যা করে ৷

(অবশ্য দেখুন: অব্শালম, দায়ুদ)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3097