bn_tw/bible/names/habakkuk.md

1.8 KiB

হবককুক

ঘটনা:

হবককুক ছিল পুরাতন নিয়মের ভাববাদী যিনি বাস করছিলেন যেহয়াকিম যখন যিহুদার উপর রাজত্ব করছিলেন ‌। যিরমিয় ভাববাদী জীবিত ছিল সেই সময়ে কাছাকাছি ।

  • হবককুক ভাববাদী এই বই টি লিখেছিল ৬০০ খ্রিস্টাব্দে যখন বাবিলোন যিরুসালেম অধিকার করেছিল অনেক যিহুদার লোকদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিল ।
  • ঈশ্বর হবককুক কে এই ভাববাণী দিয়েছিলেন “ কলদিযরা” (বাবিলিযরা) আসবে এবং যিহুদার লোকেদের উপরে রাজত্ব করবে ।
  • হবককুক ভাববাদীর সবচেয়ে মূল্যবান কথা যা বলেছিলেন “ কিন্তু ধার্মিক বেক্তি বিশ্বাস হেতু বাচিবে”।

(অনুবাদের পরামর্শ্য: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(আরো দেখো : বাবিলন, জেহায়কিম, যিরমিয়)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2265