bn_tw/bible/names/galatia.md

2.8 KiB

গালাতিয়া, গালাতীয়

বিষয়বস্তু:

নতুন নিয়মের সময়, গালাতিয়া একটি বড় রোমীয় প্রদেশ ছিল যা বর্তমানে তুর্কী দেশের মুখ্য অংশ ছিল৷

  • গালাতিয়ার কিছু অংশ যা কালা সমুদ্রের সীমানা ছিল, যেটি উত্তরে অবস্তিত ছিল৷ একই সঙ্গে এটি এশিয়া প্রদেশের, বিথানিয়া,কাপ্পাদকিয়া,সিলিকিয়া এবং পাম্ফুলিয়ার সীমানাও ছিল৷
  • প্রেরিত পৌল সেই সমস্ত খ্রীষ্টিয়ানদের একটি চিঠি লিখেছিলেন যারা সেই গালাতিয়া প্রদেশে বসবাস করতেন৷ সেই পত্রটি হল নতুন নিয়মের একটি বই যার নাম “গালাতীয়৷”
  • গালাতীয়দের কাছে এই পত্রটি লেখার প্রেরিত পৌলের একটি বিশেষ কারণ ছিল তিনি আবার জোরদিয়ে তাদেরকে বোঝাতে চাইছিলেন যে অনুগ্রহের সুসমাচারের দ্বারাই পরিত্রান পাওয়া যায়, কাজের দ্বারা পাওয়া যায় না৷
  • সেখানের যিহূদী খ্রীস্টানরা অযিহূদী খ্রীস্টানদের ভুল শিক্ষা দিয়ে বলত যে তাদেরকেও অবশ্যই যিহূদী্দের বিশেষ বিশেষ ব্যবস্থা পালন করতে হবে৷

(অনুবাদের আভাস: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(দেখুন: এশিয়া, বিশ্বাসী, [সিলিকিয়া, সুসমাচার, পৌল, কাজ)

বাইবেলের পদ:

শব্দ তথ্য:

  • Strong's: G1053, G1054