bn_tw/bible/names/enoch.md

1.4 KiB

ইনোশ

তথ্য:

পুরাতন নিয়মে দুইজন লোকের নাম ইনোশ ছিল|

  • ইনোশ নামের একজন ছিল শেথের বংশধর| তিনি নোহের মহান পিতামহ ছিলেন|
  • এই ইনোশের ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং যখন তিনি ৩৬৫ বছর বয়স্ক ছিলেন, ঈশ্বর তাকে স্বর্গে তুলে নেয় যখন সে পুরো জীবিত|
  • ইনোশ নামের অন্য লোক ছিল কয়িনের ছেলে|

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলি অনুবাদিত হবে)

(আরো দেখো: কয়িন, শেথ)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2585, G1802