bn_tw/bible/names/andrew.md

1.6 KiB

আন্দ্রিয়

ঘটনা

আন্দ্রিয় ছিল সেই বারজনের একজন যাকে যীশু বেছে নিয়েছিলেন তাঁর খুব কাছের শিষ্য হিসাবে (পরে ডাকা হত প্রেরিত বলে)|

  • অন্দ্রিয়ের ভাই ছিল শিমন পিতর | তারা দুজনেই মাছোয়ারা ছিল |
  • পিতর এবং আন্দ্রিয় গালীল নদীতে মাছ ধরছিল যখন যীশু তাদের ডেকে ছিলেন তাঁর শিষ্য হওয়ার জন্য |
  • যীশুর সঙ্গে দেখা হওয়ার আগে, তারা যোহন বাপ্তাইজকের শিষ্য ছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: প্রেরিত, শিষ্য, বারো জন)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: G406