bn_tw/bible/names/amoz.md

1.1 KiB

আমোস

ঘটনা :

আমোস ছিল ভাববাদী যিশাইয়ের পিতা |

  • শুধুমাত্র একটা সময় তার নাম উল্লেখ করা হয়েছে বাইবেলে যখন যিশাইয় চিহ্নিত হয় “আমোসের ছেলে” হিসাবে |
  • এই নামটা ভাববাদী আমোষ থেকে আলাদা এবং আলাদা করে উচ্চারণ করাও উচিত |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: আমোষ, যিশাইয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H531