bn_tw/bible/names/ai.md

1.9 KiB

অয়

ঘটনা

পুরাতন নিয়মের সময়, অয় ছিল কনানীয় একটি শহর যা বেথেলের দক্ষিনে অবস্থিত ছিল এবং যিরীহোর উত্তরপশ্চিমে থেকে প্রায় ৮ কি.মি. দূরত্ব |

  • যিরীহোকে হারানোর পর, যিহোশূয় ইস্রায়েলীয়দের নেতৃত্ব দিয়েছিলেন অয় আক্রমন করার জন্য | কিন্তু তারা সহজেই হেরে গিয়েছিল কারণ ঈশ্বর তাদের প্রতি খুশি ছিল না |
  • একজন ইস্রায়েলীয় নাম আখন যিরীহোর লুঠের মাল থেকে চুরি করেছিল, এবং ঈশ্বর আদেশ করেছিলেন যেন সে এবং তার পরিবারকে মারা হয় | তারপর ঈশ্বর ইস্রায়েলীয়দের সাহায্য করলেন অয়ের লোকেদের হারানে জন্য |

(অনুবাদের পরামর্শ : কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: বৈথেল, যিরীহো)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5857