bn_tw/bible/kt/nazirite.md

3.2 KiB

নাসরীয়, নাসরীয়, নাসরীয় ব্রত

ঘটনা:

“নাসরীয়” শব্দটা উল্লেক্খ করে একজন ব্যক্তিকে যিনি “নাসরীয় ব্রত” নিয়েছেন | বেশিরভাগই পুরুষেরা এই ব্রত নিত, কিন্তু মহিলারাও এই ব্রত নিতে পারত |

  • একজন ব্যক্তি যিনি নাসরীয় ব্রত নিয়েছেন তিনি সম্মত হয়েছেন যে ওই সময়ে কোন খাবার বা পানীয় যা আঙ্গুর দিয়ে তৈরী তা খাবেন না, যা সেই ব্রত পূরণ করার জন্য সম্মত হয়ে ছিলেন | এই সময় চলাকালীন তিনি চুল কাটতে পারবেন না এবং মৃত দেহের কাছে যেতে পারবেন না |
  • যখন সেই প্রয়োজনীয় সময় পার হয়ে যায় এবং ব্রত পূর্ণ হয়, নাসরীয় যাজকের কাছে যাতে পারে এবং বলিদান করতে পারে | এটায় যুক্ত হয় তার চুল কাটা এবং তা মাটিতে পুঁতে দেওয়া | অন্যান্য সব বিধিনিষেধও সরে যাবে |
  • শিমশোন হল একটা খুব পরিচিত নাম পুরাতন নিয়মে যিনি নাসরীয় ব্রতের অধীনে ছিলেন |
  • সেই স্বর্গ দূত যোহন বাপ্তাইজকের জন্মের বিষয় সখরিয়কে ঘোষণা করছিলেন যে তার ছেলে দ্রাক্ষারস পান করবে না, যেটা ইঙ্গিত করে যে যোহন নাসরীয় ব্রতের অধীনে ছিলেন |
  • প্রেরিত পুস্তকের অনুচ্ছেদ অনুযায়ী পৌলও হয়তো একসময় এই ব্রত নিয়েছিলেন, প্রেরিত পুস্তকের একটা অনুচ্ছেদ অনুযায়ী |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: যোহন (বাপ্তিস্মদাতা),বলিদান,শিমশোন,ব্রত,সখরিয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5139