bn_tw/bible/kt/name.md

4.4 KiB
Raw Permalink Blame History

নাম, নামের, নামে

সংজ্ঞা:

বাইবেলে, “নাম” শব্দটা বিভিন্ন রূপকার্থে ব্যবহিত হত |

  • কিছু প্রেক্ষাপটে, “নাম” একজন ব্যক্তির খ্যাতি উল্লেখ করতে পারে, যেমন “এসো আমরা আমাদের খ্যাতি তৈরী করি |”
  • “নাম” শব্দটা এভাবেও উল্লেখ করাযায় কোনকিছুর স্মৃতি | উদাহরণস্বরূপ, “মুর্তিদের নাম বাদ দেওয়া” অর্থ সেই মূর্তিগুলোকে ধ্বংস করা যাতে তাদের আর মনে না রাখা হয় বা উপাসনা করা হয় |
  • “ঈশ্বরের নামে” বলা মানে তাঁর শক্তির এবং ক্ষমতার সঙ্গে কথা বলা, বা যেন তাঁর প্রতিনিধি |
  • কারোর “নাম” একটা সম্পূর্ণ মানুষের বিষয়ে উল্লেখ করতে পারে, যেমন “স্বর্গের নিচে আর কোন নাম নেই যার দ্বারা আমরা রক্ষা পেতে পারি |” (দেখুন: বাক্যালঙ্কার

অনুবাদের পরামর্শ:

  • একটা অভিব্যক্তি “তিনি ভালো মানুষ” এভাবেও অনুবাদ করাজাতে পারে যেমন “তার ভাল খ্যাতি |
  • “নামে” কোনকিছু করা এভাবেও অনুবাদ করাযেতে পারে যেমন “ক্ষমতার সঙ্গে’ বা “অনুমতির সঙ্গে” বা “প্রতিনিধি হিসাবে” ঐ ব্যক্তির |
  • অভিব্যক্তি “আমাদের জন্য খ্যাতি তৈরী করা” এব্ভাবেও অনুবাদ করাযায় “অনেক লোককে আমাদের ব্যপারে জানানোর কারণ করা” লোকেদের ভাবানো যে আমরা খুব গুরুত্বপূর্ণ |
  • অভিব্যক্তি “তাঁর নামে ডাকা” এভাবেও অনুবাদ করাযায় যেমন “তাঁর নাম করা” বা “তাঁকে নাম দেওয়া |”
  • অভিব্যক্তি “যারা তোমার আনম ভালবাসে” এভাবেও অনুবাদ করাযায় যেমন “যারা তোমায় ভালবাসে |”
  • অভিব্যক্তি “প্রতিমাদের নাম মুছে দাও” এভাবেও অনুবাদ করাযায় যেমন “পরজাতিয় প্রতিমাদের থেকে মুক্ত হও যাতে তাদের আর স্মরণও না করা হয়” বা “লোকেদের প্রতিমা পূজা বন্ধ করার কারণ হও” বা “সম্পূর্ণরূপে সমস্ত প্রতিমা ধ্বংস করা যাতে মানুষেরা তাদের ব্যপারে চিন্তাও না করে |”

(এছাড়াও দেখুন: ডাক)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5344, H7121, H7761, H8034, H8036, G2564, G3686, G3687, G5122