bn_tw/bible/kt/mosthigh.md

2.1 KiB

সর্বব উচ্চ

ঘটনা:

“সর্ব্ব উচ্চ” শব্দটা হল ঈশ্বরের এক পদবী | এটা উল্লেখ করে তাঁর মহানতা বা ক্ষমতার |

  • এই শব্দের অর্থ “সার্বভৌম" বা “সর্ব শ্রেষ্ঠ” শব্দের সঙ্গে এক |
  • “উচ্চ” শব্দটা এই শিরোনামে শারীরিক উচ্চতা বা দূরত্ব উল্লেখ করে না। এটা মহানতার উল্লেখ করে |

অনুবাদের পরামর্শ:

  • এই শব্দটিকে "সর্ব্বউচ্চ ঈশ্বর" বা "সর্বশ্রেষ্ঠ" বা "ঈশ্বর সর্বশক্তিমান" বা "সর্বশ্রেষ্ঠ এক" বা "সর্বশ্রেষ্ঠ এক " বা "ঈশ্বর, যিনি সকলের চেয়ে মহান" হিসাবে অনুবাদ করা যেতে পারে।
  • যদি “উচ্চ” শব্দটি ব্যবহিত হয়, নিশ্চিত করুন যেন সেটা শারীরিক উচ্চতার কথা উল্লেখ না করে |

(এছাড়াও দেখুন: ঈশ্বর)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H5945, G5310