bn_tw/bible/kt/faithless.md

2.6 KiB

বিশ্বাসহীন, অবিশ্বস্ততার

সংজ্ঞা:

শব্দ "বিশ্বাসহীন" শব্দটি বিশ্বাস বা বিশ্বাস করতে পারে নাকে বোঝায়.

  • এই শব্দটি সেই সব মানুসের জন্য ব্যবহার করা হয় যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তাদের বর্ণনা করতে ব্যবহৃত হয়. বিশ্বাসের অভাব তাদের অনৈতিক কাজে দেখা যায়.
  • ভাববাদী যিরমিয় ইস্রালিয়দের প্রভুর উপরে অবিশ্বাস এবং ঈশ্বরের অবাধ্য হবার জন্য তাদের অভিযুক্ত করেছিলেন.
  • তারা মূর্তি পূজা করে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের অনুসরণ করে যারা ঈশ্বরের উপাসনা বা আজ্ঞা পালন করে না.

অনুবাদ পরামর্শ

  • প্রসঙ্গের উপর নির্ভর করে, "অবিশ্বাসী" শব্দটি "অবিশ্বস্ত" বা "অবিশ্বাসী" অথবা "ঈশ্বরের অবাধ্য" বা "বিশ্বাসী" হিসাবে অনুবাদ করা যায় না।."
  • "বিশ্বাসহীনতা" শব্দটি "অবিশ্বাস" বা "অবিশ্বস্ততা" বা "ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ" হিসেবে অনুবাদ করা যেতে পারে."

(আরো দেখুন: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: বিশ্বাস, বিশ্বাসযোগ্য, অমান্য)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: G571