bn_tw/bible/kt/ephod.md

2.2 KiB

এফোদ

বর্ণনা:

এফোদ হল বহির্বাসের মত পোশাক ইস্রায়েলীয় যাজকদের দ্বারা পরিগৃহীত| তার দুটি ভাগ ছিল সামনে ও পিছন, যা কাঁধের দিকে একসঙ্গে যুক্ত ও কোমরের চারিদিকে কাপড়ের বেল্ট দিয়ে বাঁধা|

  • এক ধরনের এফোদ যা সাধারণ সুতি দিয়ে তৈরী ছিল এবং সাধারণ যাজকদের দ্বারা পরিগৃহীত হত|
  • যে এফোদ উচ্চযাজকদের দ্বারা পরিগৃহীত তা বিশেষভাবে সোনালী, নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে অলংকৃত করা|
  • মহাযাজকের বক্ষের অংশ এফোদের সামনের অংশের যুক্ত| বক্ষের অংশের পিছনে উরিম ও তুম্মিম রাখা ছিল, যেটা পাথরে ব্যবহৃত হয় ঈশ্বরকে জিজ্ঞাসা করার জন্য যে নির্দিষ্ট বিষয়ে তার কি ইচ্ছা ছিল|
  • বিচারক গিদিয়োন বোকামিভাবে এক এফোদ সোনা ছাড়া তৈরী করেছিল এবং তা কিছু হয়েছিল যার ফলে ইস্রায়েলীয়রা মূর্তি হিসাবে আরাধনা করেছিল|

(আরো দেখো: যাজক)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H641, H642, H646