bn_tw/bible/kt/dominion.md

2.0 KiB

আধিপত্য

বর্ণনা:

“আধিপত্য” শব্দটি ক্ষমতা, নিয়ন্ত্রণ বা লোকদের, পশুদের বা জমির ওপর কর্তৃত্বকে বোঝানো হয়|

  • যীশু খ্রীষ্ট সমগ্র পৃথিবীর ওপরে, ভাববাদী, যাজক এবং রাজা হিসাবে আধিপত্য বিষয়ে বলেছেন|
  • শয়তানের আধিপত্য যীশু খ্রীষ্টের ক্রুশের ওপরে মৃত্যুর মাধ্যমে চিরকাল পরাজিত হয়েছে|
  • সৃষ্টির সময়ে, ঈশ্বর যে মানুষ মাছ, পাখি এবং পৃথিবীর সব সৃষ্টি আছে তার ওপরে আধিপত্যের জন্যে বলেছিলেন|

অনুবাদের পরামর্শ

  • মূলবিষয়বস্তুর ওপর নির্ভর করে, অন্যভাবে এই শব্দটি “অধিকার” বা “ক্ষমতা” বা “নিয়ন্ত্রণ” এগুলি যুক্ত হতে পারে|
  • “এর ওপর আধিপত্য আছে” “এর ওপর রাজত্ব” বা “পরিচালনা করা” এই হিসাবে অনুবাদিত হতে পারে|

(আরো দেখো: অধিকার, ক্ষমতা)

বাইবেলের উল্লেখগুলি

শব্দ তথ্য:

  • Strong's: H1166, H4474, H4475, H4896, H4910, H4915, H7287, H7300, H7980, H7985, G2634, G2904, G2961, G2963