bn_tw/bible/kt/blasphemy.md

3.1 KiB

ধর্মনিন্দা, নিন্দা, তিরস্কার করা , ঈশ্বরনিন্দাপূর্ণ, নিন্দা

সংজ্ঞা:

বাইবেলে, “ধর্মনিন্দা” শব্দটা উল্লেখ করে এমনভাবে কথা বলা যা দেখায় একটা গভীর অসম্মান ঈশ্বরের এবং লোকদের জন্য | কারোর “নিন্দা” করা হল সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাতে অন্যরা তার ব্যপারে কিছু ভুল বা খারাপ ভাবে |

  • প্রায়সই, ঈশ্বর নিন্দা মানে তাঁকে অপবাদ বা অপমান করা কিছু বলার দ্বারা যা তাঁর ব্যপারে সত্য নয় বা অনৈতিক আচরণের দ্বারা তাঁকে অসম্মানিত করা |
  • ঈশ্বর হয়ে ওঠার দাবি এটা ধর্মনিন্দা মানুষের জন্য বা দাবি করা যে অন্য আরেকটা ঈশ্বর আছে সত্য ঈশ্বর ছাড়াও |
  • কিছু ইংরাজী সংস্করণ অনুবাদ করেছে এই শব্দটা যেমন “অপবাদ” যখন এটা উল্লেখ করে লোকেদের নিন্দা |

অনুবাদের পরামর্শ :

  • “ধর্মনিন্দা” এভাবেও অনুবাদ করাযায় যেমন “কারোর বিরুদ্ধে মন্দ কথা বলে” বা “ঈশ্বরকে অসম্মান করা” বা “অপবাদ” করা |
  • “ধর্মনিন্দা” অনুবাদের উপাযে অন্তর্ভুক্ত “অন্যদের ব্যপারে মিথ্যা কথা বলা” বা “অপবাদ করা” বা “ মিথ্যা গুজব ছড়ানো |”

(এছাড়াও দেখুন: অসম্মান, অপবাদ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1288, H1442, H2778, H5006, H5007, H5344, G987, G988, G989