bn_tw/bible/kt/forgive.md

56 lines
6.8 KiB
Markdown

# ক্ষমা করা, ক্ষমা, ক্ষমাশীলতা, মার্জনা করা, মার্জনা
## সংজ্ঞা:
কোন ব্যক্তিকে ক্ষমা করার অর্থ হল সেই ব্যক্তির বিরুদ্ধে কোন বিদ্বেষকে ধরে না রাখা যদিও তারা ক্ষতিকর কিছু করেছে|
* অনেকসময় কাউকে ক্ষমা করার অর্থ হল সে যা কিছু ভুল করেছে তার জন্য তাকে শাস্তি না দেওয়া|
* এই শব্দটি "বাতিল করা" অর্থ বোঝাতে, "ঋণ ক্ষমা করা" অভিব্যক্তি হিসাবে রূপকভাবে ব্যবহৃত হতে পারে|
* যখন মানুষ তাদের পাপ স্বীকার করে, ঈশ্বর ক্রুশের ওপর যীশুর মৃত্যুর বলিদানের ভিত্তিতে তাদের ক্ষমা করেন|
* যীশু তাঁর শিষ্যদের অন্যকে ক্ষমা করতে শিখিয়েছেন যেমন তিনি তাদের ক্ষমা করেছেন|
"মার্জনা করা" শব্দটির অর্থ হল ক্ষমা করা এবং কাউকে তার পাপের জন্য শাস্তি না দেওয়া|
* "ক্ষমা করা"র মতো এই শব্দটির অর্থ একই, কিন্তু যে দোষী তাকে শাস্তি না দেবার বৈধ সিদ্ধান্তের অর্থও এতে অন্তর্ভুক্ত রয়েছে|
* আইনের আদালতে, একজন বিচারক অপরাধে দোষী এক ব্যক্তিকে মার্জনা করতে পারেন|
* এমনকি আমরা পাপের দোষী, যীশু খ্রীষ্ট নরকে শাস্তি পাওয়া থেকে আমাদের মার্জনা করেছেন, ক্রুশের ওপর তাঁর মৃত্যুর বলিদানের ভিত্তিতে|
## অনুবাদের পরামর্শ :
* প্রসঙ্গের উপর নির্ভর করে, "ক্ষমা করা" শব্দটি "মার্জনা করা" বা "বাতিল করা" বা "মুক্ত করা" অথবা "(কোন ব্যক্তির) বিরুদ্ধে কিছু ধরে না রাখা" হিসাবে অনুবাদ করা যেতে পারে|
* "ক্ষমাশীলতা" শব্দটি একটি শব্দ বা বাক্যাংশ দ্বারা অনুবাদ করা যেতে পারে যার অর্থ "ক্ষুব্ধ না হওয়ার অভ্যাস করা" বা "(কোন ব্যক্তিকে) নির্দোষ বলে ঘোষণা করা" অথবা "মার্জনা করা"|
* যদি এই ভাষায় ক্ষমা করার বৈধ সিদ্ধান্তের জন্য কোন শব্দ থাকে, সেই শব্দটি "মার্জনা করা" অনুবাদের জন্য অনুবাদ করা যেতে পারে |
(এছাড়াও দেখুন: [অপরাধ](../kt/guilt.md))
## বাইবেলে উল্লেখ:
* [আদিপুস্তক 50:17](rc://*/tn/help/gen/50/17)
* [গণনাপুস্তক 14:17-19](rc://*/tn/help/num/14/17)
* [দ্বিতীয় বিবরণ 29:20-21](rc://*/tn/help/deu/29/20)
* [যিহোশূয় 24:19-20](rc://*/tn/help/jos/24/19)
* [2 রাজাবলী 5:17-19](rc://*/tn/help/2ki/05/17)
* [গীতসংহিতা 25:11](rc://*/tn/help/psa/025/011)
* [গীতসংহিতা 25:17-19](rc://*/tn/help/psa/025/017)
* [যিশাইয় 55:6-7](rc://*/tn/help/isa/55/06)
* [যিশাইয় 40:2](rc://*/tn/help/isa/40/02)
* [লুক 5:21](rc://*/tn/help/luk/05/21)
* [প্রেরিত 8:22](rc://*/tn/help/act/08/22)
* [ইফিষীয় 4:31-32](rc://*/tn/help/eph/04/31)
* [কলসীয় 3:12-14](rc://*/tn/help/col/03/12)
* [1 যোহন 2:12](rc://*/tn/help/1jn/02/12)
## বাইবেলের গল্প থেকে উদাহরণ :
* __[7:10](rc://*/tn/help/obs/07/10)__ কিন্তু এষৌ ইতিমধ্যে যাকোবকে ক্ষমা করে দিয়েছেন এবং তাঁরা একে অপরকে পুনরায় দেখে খুশি হয়েছিলেন|
* __[13:15](rc://*/tn/help/obs/13/15)__ তখন মোশি পুনরায় পর্বতে উঠলেন এবং প্রার্থনা করলেন যাতে ঈশ্বর সেই লোকেদের ক্ষমা করেন| ঈশ্বর মোশির কথা শুনলেন এবং সেই লোকেদের ক্ষমা করে দিলেন|
* __[17:13](rc://*/tn/help/obs/17/13)__ দাউদ তাঁর পাপের জন্য অনুতাপ করলেন আর ঈশ্বর তাঁকে ক্ষমা করলেন|
* __[21:5](rc://*/tn/help/obs/21/05)__ নতুন চুক্তিতে, ঈশ্বর মানুষের হৃদয়ে তাঁর ব্যবস্থাকে লিখবেন, মানুষ ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানবে, তারা তাঁর লোক হবে এবং ঈশ্বর তাদের পাপকে ক্ষমা করবেন|
* __[29:1](rc://*/tn/help/obs/29/01)__ একদিন পিতর যীশুকে জিজ্ঞাসা করলেন, "প্রভু, আমার ভাইকে আমার কতবার ক্ষমা করা উচিত যখন সে আমার বিরুদ্ধে পাপ করে?"
* __[29:8](rc://*/tn/help/obs/29/08)__ আমি তোমার ঋণ ক্ষমা করলাম কারণ তুমি আমার কাছে চেয়েছ |
* __[38:5](rc://*/tn/help/obs/38/05)__ তখন যীশু একটি পেয়ালা নিলেন এবং বললেন, "এটি পান করো| এটি আমার নতুন নিয়মের রক্ত যেটি পাপের ক্ষমার জন্য ঢেলে দেওয়া হয়েছে|"
## শব্দ তথ্য:
* H5546, H5547, H3722, H5375, H5545, H5547, H7521, G85900, G86300, G54830