bn_obs-tn/content/22/07.md

1.6 KiB

ইলীশাবেত

ইলীশাবেতের বিষয়ে 22-04-এর টীকাটিকে দেখুন৷

ঈশ্বরের স্তুতি হোক

তা হল, “আমাদের সকলকে ঈশ্বরের স্তুতি করা উচিত৷”

বলা হবে

এটিকে অন্য প্রকারে বললে, “হবে” বা, “হিসেবে জানা হবে৷” যোহন আসলে সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর ভাববাদী হবেন৷

ভাববাদী

তা হল, “খুবিই গুরুত্বপূর্ণ ভাববাদী৷” যোহন সেই ভাববাদী হবেন যার বিষয়ে পুরনো নিয়মের ভাববাদীরা অনুমান করেছিলেন যিনি খ্রীষ্টের অগ্রে আসবেন৷

সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর

এটিকে অন্যভাবে বললে এটি হবে, “ঈশ্বর যিনি অন্য সকলকিছুর থেকে মহান” বা, “সেই ঈশ্বর যিনি সকল কিছুর উপর রাজত্ব করেন৷”

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷