bn_obs-tn/content/22/04.md

2.0 KiB

গর্ভ ছয় মাস হল

হয়ত তিনি ছয় মাসের গর্ভবতী ছিলেন অথবা তিনি গর্ভধারণের ছয় মাসটিতে ছিলেন৷

গর্ভবতী

গর্ভ বিষয়ে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে এই বাগধারাটকে ব্যক্ত করা হয়, যেমন “তিনি শিশুর সাথে ছিলেন” বা, “তার ভিতরে একজনকে রেখেছে” বা, “তার পেট বেড়েছিল৷” কিছু কিছু ভাষায় এটিকে শিষ্টাচারের সাথে বিশেষভাবে বলা যাবে, যেমন, “তার প্রত্যাশা হয়েছিল৷” এমন একটি অভিব্যক্তির প্রয়োগ করুন যেন পাঠকদের অস্বস্থিকর বোধ না হয়৷

ইলীশাবেত

তিনি সখরিয়ের স্ত্রী ছিলেন৷ একটি স্বর্গদূত সখরিয়কে বললেন যে ইলীশাবেত একটি সন্তানকে জন্ম দেবে৷

ইলীশাবেতের আত্মীয়

কিছু কিছু অনুবাদে এটিকে বলা হয়েছে, “মামাতো বোন” কিন্তু এখানে আমরা জানি না যে সেই দুই মহিলাদের সম্পর্কটি কি ছিল৷ একটি সাধারণ শব্দ ব্যবহার করা যেতে পারে যেমন, “আত্মীয়” বা, “মামাতো/ কাকাতো বোন৷”

বাগদত্তা

তা হল, “প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷”