bn_obs-tn/content/22/06.md

1.5 KiB

ইলীশাবেত

ইলীশাবেতের বিষয়ে 22-04-এর টীকাটিকে দেখুন৷

যে ক্ষণে ইলীশাবেত মরিয়মের মঙ্গলবাদ

কিছু কিছু ভাষাতে এটা বলা যথার্থ হতে পারে, “মরিয়ম ইলীশাবেতকে মঙ্গলবাদ করলেন এবং সেই বাক্য শোনা মাত্রই ইলীশাবেতের৷”

গর্ভের শিশুটি লাফিয়ে উঠল

মরিয়মের মঙ্গলবাদের প্রতিউত্তরে ইলীশাবেতের গর্ভের শিশুটি তার ভিতর হঠাৎ নড়েচড়ে উঠল ৷

ঈশ্বর তাদের জন্য কি করেছেন

এটি এই সত্যটিকে উল্লেখ করে যে দুটি মহিলাই ঈশ্বরের অলৌকিক শক্তির দ্বারা গর্ভবতী হয়েছিলেন৷ মরিয়ম কোনো পুরুষ ছাড়াই গর্ভ ধারণ করেছিলেন, আর ইলীশাবেত সখরিয়ের দ্বারা তখন গর্ভবতী হয়েছিলেন যখন তিনি সন্তানধারণের বয়স পেরিয়ে গিয়েছিলেন৷