bn_obs-tn/content/16/14.md

1.3 KiB

ঈশ্বর মিদিয়নীয়দের ভ্রমিত করলেন

ঈশ্বর মিদিয়নীয়দের হতচকিত করলেন৷ তারা ইস্রায়েলীয়দের আক্রমন করতে চাইল, কিন্তু তার বিপরীতে তারা একেঅপরকে আক্রমন করলো৷

বাকি ইস্রায়লীয়দের তাদের গৃহ থেকে ডাকা হল

এটিকে এভাবে অনুবাদ করা যেতে পারে, “অন্যান্য ইস্রায়েলীয় পুরুষদের৷” এটি উল্লেখ করে সেই সকল সৈন্যদের যাদের পূর্বে গৃহে পাঠিয়ে দেওয়া হয়েছিল 16-10

ডাকা হল

তা হল, “আহ্বান করা হল” বা, “আমন্ত্রণ করা হল৷” এই বাক্যটিকে অনুবাদ করা যেতে পারে, “গিদিয়োন সংবাদদাতাদের পাঠালেন আরো অন্য ইস্রায়েলীয় পুরুষদের তাদের গৃহ থেকে ডেকে আনার জন্য৷”