bn_obs-tn/content/16/10.md

1.5 KiB

32,000 ইস্রায়লীয় সৈন্য গিদিয়োনের কাছে এলো

কিছু কিছু ভাষায় কাহিনীটিকে আরম্ভ করার জন্য এই আগামী উক্তিটির দেয়ার প্রয়োজন হবে৷ “গিদিয়োন ইস্রায়েলীয়দের আহ্বান দিলেন মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য৷” 16-08-তে দেখুন৷

অত্যন্ত বেশি

এই যুদ্ধের জন্য ঈশ্বরের অনুসারে সৈন্যরা বেশি ছিল৷ যদি এত বেশি সৈন্যরা যুদ্ধ করে আর বিজয়ী হয়, তাহলে তারা ভাবতে পারে যে তারা বিজয়ী হয়েছিল তাদের শক্তিতে, আর তারা জানবে না যে তা ঈশ্বর করেছিলেন৷

300 জন সৈন্য ছাড়া

এই বাক্যটিকে এইভাবে অনুবাদ করা যেতে পারে, “তাই গিদিয়োন কেবল 300জন পুরুষদের থাকতে অনুমতি দিলেন, আর বাকিদের তাদের গৃহে ফিরিয়ে দিলেন৷”