bn_obs-tn/content/08/15.md

2.2 KiB

নিয়মের প্রতিজ্ঞাসমূহ

বহু কাল পূর্বে ঈশ্বর অব্রাহামের সাথে একটি চুক্তি করেছিলে আর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাকে বহু সন্তান ঈশ্বর আরও প্রতিজ্ঞা করেছিলেন যে সকল লোকেরা অব্রাহামের বংশধারা থেকে আর্শিবাদিত হবে৷ -07-10-কেও দেখুন৷

এসেছিল

এটিকে অন্যভাবে বললে এটি হবে, “আগত হয়েছিল” বা, “দেওয়া হয়েছিল” বা, “প্রযোজ্য হয়েছিল৷” ঈশ্বরের আব্রাহামের প্রতি করা প্রতিজ্ঞাটি আব্রাহামের সন্তানদের, উত্তরাধিকারীদের আর তার সকল বংশের জন্য ছিল৷ 06-04-কেও দেখুন৷

ইস্রায়েলের বারোটি গোত্র

ঈশ্বর অব্রাহাম, ইসহাক আর যাকোবকে প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের উত্তরাধিকারীরা একটি মহান জাতি হবে৷ ঈশ্বর পরে যাকোবের নাম ইস্রায়েল রাখেন৷ যাকোবের 12টি পুত্রের সন্তানসমূহেরা 12টি মহান গোত্র হয়েছিল৷ এই 12টি গোত্র প্রাচীন জাতির গঠন করেছিল যাকে ইস্রায়েল বলা হয়, যা যাকোবের নতুন নামের উপর হয়েছিল৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷