bn_obs-tn/content/07/10.md

1.8 KiB

শান্তিপূর্ণভাবে বসবাস

এটি উল্লেখ করে যে এষৌ আর যাকোব একেঅপরের সাথে আর ক্রোধিত ছিলেন না আর লড়াইও করলেন না৷

কবর দিলেন

এর অর্থ হতে পারে যে তারা মাটিতে একটি গর্ত খুঁড়লেন, সেখানে ইসহাকের দেহটি রেখেছিলেন আর সেই গর্তটি মাটি বা পাথর দিয়ে ঢেকে দিয়েছিলেন৷ অথবা এর অর্থ হতে পারে যে তারা ইসহাকের দেহটি একটি গুহায় রাখলেন আর গুহার দরজাটি ঢেকে দিয়েছিলেন৷

নিয়মের প্রতিজ্ঞাগুলো

এগুলো ছিল সেই প্রতিজ্ঞাগুলো যা ঈশ্বর তার সেবক অব্রাহামের সাথে করেছিলেন৷

ইসহাক থেকে যাকোবের উপর চলে এসেছিল

প্রতিজ্ঞাগুলো অব্রাহাম থেকে তার পুত্র ইসহাকের উপর চলে এসেছিল আর এখন ইসহাক থেকে যাকোবের উপর চলে এসেছিল৷ এষৌ কোনো প্রতিজ্ঞা পাননি৷ 06-04-ও দেখুন৷

একটি বাইবেলর কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷