bn_obs-tn/content/02/12.md

1.5 KiB

সৎ ও অসৎ জানার দ্বারা আমাদের মত

এখানে, এই বাক্যাংশটি ইঙ্গিত করে একটি নতুন পথের যে আদম আর হবা ঈশ্বরের মত হবে৷ কারণ তারা পাপ করেছিলেন, তারা মন্দের বিষয়ে অবগত ছিলেন আর তা অভিজ্ঞতা করেছিলেন৷ আপনি বলতে পারেন, “কেননা তারা এখন দুজনেই ভালো ও খারাপ জানত৷”

ফল

বিশেষ ধরনের ফল এখানে প্রকাশিত করা হয়নি, তাই ফলটির জন্য একটি সাধারণ শব্দের প্রয়োগের দ্বারা এটা অনুবাদ করাটা ভালো হবে৷

জীবন বৃক্ষ

এটি একটি সত্যিকারের ফলের গাছ ছিল৷ দেখুন 01-11৷ যদি কোনো ব্যক্তি এই ফলটি খায় সে নিরন্তর বাঁচবে আর কখনো মরবে না৷

একটি বাইবেল কাহিনী

এইসব উল্লেখগুলো কিছু কিছু বাইবেল অনুবাদে সামান্য ভিন্ন হতে পারে৷