bn_obs-tn/content/01/11.md

1.4 KiB

মাঝখানে

কেন্দ্রীয় স্থানটি দুটি বৃক্ষের গুরুত্বপূর্ণতাটিকে ব্যক্ত করে৷

উদ্যান

একটি উদ্ভিদ ও গাছপালা রোপিত এলাকা সাধারনত খাদ্য উৎপাদন ও সুন্দরতা প্রদানের উদ্দ্যেশ্যে রচিত৷

জীবন বৃক্ষ

যেকেউ এই বৃক্ষ থেকে ফল খেয়েছে সে কখনো মরবে না৷

সৎ ও অসৎ জ্ঞান প্রদানকারী বৃক্ষ

এই গাছের ফল এক ব্যক্তিকে ভালো ও মন্দ জানার ক্ষমতা প্রদান করে৷

জ্ঞান

ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা জানা বা বোঝা৷

সৎ ও অসৎ

মন্দ হল ভালোর বিপরীত৷ যেমন “ভালো” ইঙ্গিত করে যা ঈশ্বরকে সন্তুষ্ট করে, “মন্দ” ইঙ্গিত করে যা ঈশ্বরকে সন্তুষ্ট করে না৷

মরবে

এই পরিপেক্ষিতে, সে দৈহিক ও আত্মিক দুটিতেই মারা যাবে৷