bn_obs-tn/content/02/01.md

1.7 KiB

উদ্যান

একটি বিশেষ গাছপালার আর উদ্ভিদের সংগ্রহ যা আদম ও হবার উপভোগের জন্য আর সেখান থেকে খাওয়ার জন্য ঈশ্বর প্রস্তুত করেছিলেন৷ এটি সেই একই শব্দ হওয়া উচিত যা 01-11-তে ব্যবহারিত হয়েছে৷ দেখুন আপনি কিভাবে সেটি সেখানে অনুবাদ করেছেন৷

ঈশ্বরের সাথে কথাবার্তা করতেন

“কথা বলার” জন্য শব্দটি একটি মানুষের সাথে কথোপকথন করার সমতুল্য হিসেবে ব্যবহার করা যেতে পারে৷ হয়ত ঈশ্বর পুরুষ ও স্ত্রীটির সাথে কথা বলার জন্য কোনোরকম শারীরিক আকার ধারণ করতেন যেহেতু বাক্য ইঙ্গিত করে যে তারা তাঁর সাথে মুখোমুখি ভাবে কথা বলতেন৷

লজ্জা

অনুভব যা জ্ঞানের সাথে উৎপন্ন হয় যে আমরা পাপ করেছি অথবা আমরা কোনো ভাবে বিপথে গিয়েছি৷ পাপ জগতে আসার পূর্বে, নগ্ন হওয়ার বিষয়ে কোনো লজ্জার জ্ঞান ছিল না৷