as_tw/bible/other/qualify.md

2.5 KiB

যোগ্যতা, যোগ্যতাসম্পন্ন, অযোগ্য

সংজ্ঞা:

"যোগ্যতা" শব্দটি নির্দিষ্ট কিছু বেনিফিট পাওয়ার অধিকার অর্জন করতে পারে অথবা নির্দিষ্ট দক্ষতা হিসেবে স্বীকৃত হবে ।

  • যে ব্যক্তি একটি নির্দিষ্ট কাজের জন্য ' যোগ্যতাসম্পন্ন ', সেই কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ রয়েছে ।
  • কলচীয়া চার্চের কাছে তাঁর চিঠিতে রাসূল পল লিখেছেন যে, পিতা ঈশ্বর তাঁর রাজ্যের আলোর ' যোগ্য ' বলে বিশ্বাস করেছেন । এর মানে হচ্ছে যে, আল্লাহ তাদের সব কিছু দিয়েছেন, যা তারা ঐশী জীবন-যাপন করতে চায় ।
  • মুমিন রাষ্ট্র আল্লাহর সাম্রাজ্যের অংশ হওয়ার অধিকার অর্জন করতে পারে না । ঈশ্বর খ্রীষ্টের রক্ত দিয়ে আল্লাহ তাকে যে ভাবে রেখেছেন তা কেবল যোগ্য ।

অনুবাদের পরামর্শ

  • এই প্রেক্ষাপটের উপর নির্ভর করে "যোগ্যতাসম্পন্ন" বা "দক্ষ" অথবা "সক্রিয়" হিসেবে অনূদিত হতে পারে ।
  • "যোগ্যতা" বা "সক্রিয়" অথবা "ক্ষমতায়ন" করার জন্য কেউ অনুবাদ করতে পারে ।

(পুনৰ চাওক: কলচীয়া, ঐশ্বৰীক, ৰাজ্য, পোহৰ, পৌল, মুক্ত কৰা)

বাইবেল রেফারেন্স:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H3581