as_tw/bible/other/curtain.md

2.9 KiB

পর্দা, পর্দাবোৰ

সংজ্ঞা:

পবিত্র শাস্ত্র বাইবেলত লেখা আছে, ' পর্দা ' শব্দটি অত্যন্ত ঘন, ভারী একটা ভিতরকার ও মন্দির তৈরি করা উপাদান বলতে বোঝায়।

  • ভিতরকার পর্দা চার তলার উপরে ও দলের জন্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। কাপড় অথবা পশুর চামড়া এই পর্দা আবরণ তৈরি করা হয়।
  • কাপড়ের পর্দা ভিতরকার উঠানের চারপাশের দেয়াল গঠন করত। 'ধরনের ছিল লিনেন থেকে' এসব পর্দা তৈরি করা হয় কাপড় পটসনের গাছ থেকে তৈরি হয়।
  • উভয় ভিতরকার ও মন্দির নির্মাণ, মোটা কাপড়ের পর্দা পবিত্র স্থানের পর্দার মাঝে পবিত্র স্থান দিল। এই পর্দা যে খ্রীষ্ট যখন অলৌকিকভাবে দুটি ভাগে ছেঁড়া ছিল।

অনুবাদ উপদেশবোৰ:

  • আধুনিক পর্দা কিন্তু বাইবেলে ব্যবহৃত পর্দা থেকে একেবারে আলাদা, সেটা আরো পরিষ্কার ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার বা পর্দা বলে কথা যুক্ত করতে হতে পারে।
  • প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই শব্দ অনুবাদ করার উপায় অন্তর্ভুক্ত করতে পারে, ' পর্দা প্রথা' বা 'কাভার' বা 'মোটা কাপড়ের টুকরো' বা 'পশুর চামড়ার আবরণ' বা ' কাপড়ের টুকরো ঝুলছে। '

(পুনৰ চাওক: পবিত্ৰ স্থান, যজ্ঞবেদি, মন্দিৰ)

বাইবেল প্ৰসংগবোৰ:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H1852, H3407, H4539, H6532, H7050, G2665