as_tw/bible/names/rebekah.md

3.5 KiB

ৰেবিকা

তথ্য:

ৰেবিকা আছিল আব্ৰাহামৰ ভাই নাহোৰ নাতিনী।

  • আব্ৰাহামৰ পুত্র ইচহাকৰ পত্নী হিচাপে ৰেবিকাক ঈশ্বৰে মনোনীত কৰিছিল।
  • রিমা নাযিমের অঞ্চল ছেড়ে চলে গেছেন, যেখানে তিনি বাস করতেন এবং ইব্রাহীমের বান্দার সাথে গিয়েছিলেন নেচেভ অঞ্চলে যেখানে আইজ্যাক বাস করত ।
  • অনেক দিন পর্যন্ত কোন সন্তান ছিল না, কিন্তু অবশেষে ঈশ্বর তার যমজ ছেলেদের, এষৌকে এবং যাকোবকে আশীর্বাদ করেন ।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলো অনুবাদ করবেন)

(আরও দেখুন: আব্রাহাম, অৰাম, এচৌ, ইচহাক, যাকোব, নাহোৰ, নেগেভ)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেল কাহিনী থেকে উদাহরণ:

  • 06:02 অব্রাহামের আত্মীয়দের কাছে যে জমি ছিল সেই দেশে অনেক লম্বা যাত্রার পরে ঈশ্বর দাসকে ৰিবেকা. সে ছিল ইব্রাহীমের ভাইয়ের নাতনী ।
  • 06:06 ঈশ্বৰে ক’লে ৰেবিকা, "তোমাদের মধ্যে দু ' টি দেশ আছে."
  • 07:01 ছেলেরা যেভাবে বড় হয়েছে, ৰেবিকা যাকোবকে ভালবেসেছি, কিন্তু ইস্ হাক এষৌকে ভালবাসতেন ।
  • 07:03 ইস্ হাক এষৌকে তাঁর আশীর্বাদ দিতে চেয়েছিলেন । কিন্তু তার আগে, ৰেবিকা যাকোব এষৌর ভান করে তাঁকে প্রতারিত করলেন ।
  • 07:06 কিন্তু ৰেবিকা এষৌর পরিকল্পনার কথা শুনেছি । সেইজন্য যাকোব তাঁর আত্মীয়দের সংগে বাস করতে অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দিলেন ।

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H7259