as_tw/bible/names/marysisterofmartha.md

1.9 KiB

মৰিয়ম (মার্থাৰ ভনী)

তথ্য:

মৰিয়ম আছিল বৈথনিয়াৰ এজনী মহিলা, তেওঁ যীচুক অনুসৰণ কৰিছিল।

  • মরিয়ম এক বোন মার্থা আর ল্যাজারাস নামে এক ভাই ছিল ।
  • এক সময় ঈসা বলেন যে মেরি ভালো ছিল যখন সে তার কথা শুনত, যখন সে তার কথা শুনতে পায়, তখন তাকে মার্থা হিসেবে খাবার প্রস্তুত করার জন্য ব্যাকুল হয়ে কথা বলতে পছন্দ করে ।
  • ঈসা মসীহ্ র ভাই ল্যাজারাস ফিরে এসেছেন ।
  • তার পরে যীশু যখন বৈথনিয়া বাড়িতে তাঁর বাড়ীতে খেতে ছিলেন, তখন মরিয়ম তার পায়ে দামি সুগন্ধি ঢেলে দিলেন ।
  • যীশু এই কাজ করার জন্য তাঁর প্রশংসা করলেন ।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলো অনুবাদ করবেন)

(পুনৰ চাওক: বৈথনিয়া, ফেঙ্কিসস, লাজাৰ, মার্থা)

বাইবেল রেফারেন্স:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: G3137