as_tw/bible/names/malachi.md

1.7 KiB

মলাখী

তথ্য:

মলাখী ঈশ্বরের রাজ্যের নবীদের একজন । তিনি প্রায় খ্ৰীষ্ট পূর্ব 500 বছর আগে পৃথিবীতে বসবাস করেন ।

  • মলাখী আপনাদের সময় যখন ইজরায়েলের মন্দিরটি ব্যাবিলনীয় বন্দী থেকে ফিরে আসার পর পুনরায় তৈরী করা হয় ।
  • নহিমিয় এবং ইজ্রাৰ সময়তে মলাখীয়েও বাস করত ।
  • গ্রন্থটি ওল্ড টেস্টামেন্ট-এর শেষ গ্রন্থ ।
  • সকল বৃদ্ধ নবীদের মত Malachi তাদের পাপ থেকে তওবা করতে এবং ' ইয়াওয়ে ' ফিরে যাওয়ার আহ্বান জানান ।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলো অনুবাদ করবেন)

(পুনৰ চাওক: বাবিলন, বন্দী, ইজ্ৰা, যিহূদা, নহিমিয়া, ভাববাদী, মনপালটন, ঘূৰা)

বাইবেল রেফারেন্স:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H4401