as_tw/bible/names/kedesh.md

1.6 KiB

কাদেছ

তথ্য:

কাদেছ একটি কনানীয় শহর ছিল, যখন তারা কনান দেশে প্রবেশ করল ।

  • এই শহরটি ইস্রায়েলের উত্তর অংশে অবস্থিত ছিল, যা নপ্তালির গোত্রের কাছে দেওয়া হয়েছিল ।
  • কাদেছ ছিল এমন এক জায়গা যেখানে পুরোহিত বসবাস করতে পারে, যেহেতু তাদের কোন ভূখণ্ড নাই ।
  • এ ছাড়া আরও একটি "আশ্রয় শহর" হিসেবে নির্ধারণ করা হয়েছে ।

(অনুবাদের পরামর্শ: নাম অনুবাদ)

(পুনৰ চাওক: কনান, হিব্রোণে, লেবীয়া, নপ্তালি, পুরোহিত, আশ্রয়, চিখীম, ইস্ৰায়েলৰ বাৰ ফৈদ)

বাইবেল রেফারেন্স:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :