as_tw/bible/names/kedar.md

1.9 KiB

কেদার

তথ্য:

কেদার ছিলেন ইসমাইলের দ্বিতীয় সন্তান. এটাও ছিল একটি গুরুত্বপূর্ণ শহর, যার নাম সম্ভবত পুরুষের পরে ।

  • কেদার শহরটি ফিলিস্তিনের দক্ষিণ সীমায় অবস্থিত আরবের উত্তরের অংশ । বাইবেল যুগে এটি তার গৌরব ও সৌন্দর্যের জন্য পরিচিত ছিল ।
  • কেদার-এর বংশধর বিশাল একটা দল গঠন করেছেন, যাকে বলা হয় ' কেদার ' ।
  • কেদার ' ডার্ক তাঁবু '-এর কথা উল্লেখ করে কেদার তাঁবুতে বাস করতেন ।
  • এই লোকেরা ভেড়া ও ছাগল তুলে নিয়েছে । তারা এগুলোর বাহন হিসেবে উট ব্যবহার করত ।
  • বাইবেলে "কেদার"-এর মাহাত্ম্য, এই শহরকে এবং তার লোকদের প্রতিপত্তি বলে ।

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামগুলো অনুবাদ করবেন)

(পুনৰ চাওক: আৰবীয়, ছাগলী, ইসমাইল, বলিদান)

বাইবেল রেফারেন্স:

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H6938