as_tw/bible/names/gibeon.md

3.3 KiB

গিবিয়োন, গিবিয়োনীয়া, গিবিয়োনীয়াসকল

তথ্য:

শহর প্রায় ১৩ কিলোমিটার উত্তরপশ্চিমে জেরুজালেমের অবস্থিত ছিল গিবিয়োন ছিল। গিবিয়োনত বসবাস কৰা লোকসকলক গিবিয়োনীয়া বুলি কয়৷

  • গিবিয়োনীয়েরা কিভাবে ইস্রায়েলীয়েরা যিরীহো এবং অয়ের শহর ধ্বংস করে ফেলার সম্পর্কে শুনে ভয় আছিল।
  • গিবিয়োনীয়েরা গিল্গলে ছাউনি ফেলে থাকবার সময় ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের কাছে এসেছিল, আর দূর-দূর দেশ থেকে মানুষ পড়বার।
  • ইস্রায়েলীয় নেতারা প্রতারিত ও গিবিয়োনীয়েরা তারা যদি তাদের রক্ষা করতে এবং তাদের ধ্বংস করে না সাথে চুক্তি করেছেন।

(পুনৰ চাওক: গিলগল, যিৰিহো, যিৰুচালেম)

বাইবেলৰ উল্লেখবোৰ:

বাইবেলৰ কাহিনীৰ পৰা উদাহৰণ:

  • 15:06 কিন্তু এটা কানানীয়া জনগোষ্ঠিয়ে, যাক কোৱা হয় গিবিয়োনীয়াসকল, যিহোশূয়ের কাছে মিথ্যা কথা বলে এবং তারা কনান দেশের থেকে অনেক দূরে একটি জায়গা থেকে বলা।
  • 15:07 কিছুসময়ৰ পাছত, কানানত আন জনগোষ্ঠিৰ ৰজাসকল হ’ল, অমোৰীয়াসকলে, এই কথা শুনিলে গিবিয়োনীয়াসকল ইস্রায়েলীয়দের সংগে শান্তি চুক্তি করেছিলেন, তাই তারা এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের সৈন্য-বাহিনীকে সমন্বয় ও আক্রমণ গিবিয়োন.
  • 15:08 যিহোশূয় ইস্রায়েলীয়দের জড়ো হল যিরূশালেমেই এবং তারা সারা রাত পর্যন্ত পৌঁছানোর জন্য মিছিল গিবিয়োনীয়াসকল.

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H1391, H1393