as_tw/bible/names/jericho.md

2.6 KiB

যিরীহো

তথ্য:

কনান দেশে যিরীহো ছিল শক্তিশালী শহর । এটি জর্ডান নদীর মাত্র পশ্চিমে অবস্থিত এবং লবণ সাগরের উত্তরে ।

  • সব কনানীয়দের, যিরীহো-এর লোকেরা মিথ্যা দেবতার উপাসনা করত ।
  • কনান দেশে যিরীহো প্রথম শহর ছিল, তখন সদাপ্রভু ইস্রায়েলীয়দের বললেন,
  • যিহোশূয় যখন যিরীহো বিরুদ্ধে ইস্রায়েলীয়দের নেতৃত্ব দিলেন, তখন তিনি শহরের পরাজিত লোকদের সাহায্য করতেন ।

(পুনৰ চাওক: কনান, জর্ডান নদী, যিহোচুৱা, অলৌকিক, লবণ সাগর)

বাইবেলৰ উল্লেখবোৰ:

বাইবেল কাহিনী থেকে উদাহরণ:

  • 15:01 যিহোশূয় কনানীয় শহরে দু ' টি গুপ্তচর পাঠিয়েছেন যিরীহো.
  • 15:03 জর্ডান নদী পার হওয়ার পর ঈশ্বর যিহোশূয়কে বললেন, কিভাবে শক্তিশালী শহরের উপর আক্রমণ যিরীহো.
  • 15:05 এরপর চারদিকে দেয়াল যিরীহো লুটিয়ে পড়ে! ঈশ্বরের নির্দেশে ইস্রায়েলীয়দের সব কিছুই ধ্বংস হয়ে গেল ।

তথ্যপূর্ণ শব্দৰ সমষ্টি :

  • Strong's: H3405, G2410