bn_tw/bible/other/neighbor.md

2.5 KiB

প্রতিবেশী, প্রতিবেশীর, প্রতিবেশীগণ, পর্শ্ববর্তী

সংজ্ঞা:

“প্রতিবেশী” শব্দটা সাধারনত উল্লেখ করে একজন ব্যক্তিকে যিনি কাছাকাছি বাস করেন | এটা আরোও সাধারনভাবে কোন একজনকে উল্লেখ করে যিনি সেই একই সম্প্রদায়ের বা দলের |

  • একটা “প্রতিবেশী” হল এমন একজন যিনি সুরক্ষিত এবং বিনীতভাবে অপ্পায়িত হবেন কারণ তিনি সেই একই সম্প্রদায়ের |
  • নতুন নিয়মে শমরিয়ের দৃষ্টান্ত, যীশু “প্রতিবেশী” শব্দটা ব্যবহার করেছেন রূপক হিসাবে, এটার মানে বর্ধিত করা হয়েছে সমস্ত মানুষকে অন্তর্গত করার জন্য, এমনকি যেকোন কেউ যাকে বিবেচনা করা হয় শত্রু বলে |
  • যদি সম্ভব হয়, এটা ভালো এই শব্দটাকে আক্ষরিকভাবে একটা শব্দ বা শব্দাংশ দিয়ে অনুবাদ করা যার অর্থ “একজন ব্যক্তি জিনি কাছেই থাকেন |”

(এছাড়াও দেখুন: বিপক্ষ,দৃষ্টান্ত,লোকেদের দল,শমরিয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5997, H7138, H7453, H7468, H7934, G1069, G2087, G4040, G4139