bn_tw/bible/other/multiply.md

2.7 KiB

দ্বিগুন,

সংজ্ঞা:

“বৃদ্ধি” শব্দটার অর্থ অনেক বেশি করে সংখায় বৃদ্ধি হওয়া | এটার এরকমও মানে হতে পারে কোনকিছুকে সংখায় বৃদ্ধি করানো, যেমন ব্যাথাকে বাড়িয়ে দেওয়া |

  • ঈশ্বর পশুদের এবং মানুষদের বলেছিলেন “বৃদ্ধি” পেতে এবং পৃথিবী পূর্ণ করতে | এটা ছিল একটা আদেশ তাদের নিজ নিজ প্রজাতির অনেক বেশি জন্ম দেওয়ার |
  • যীশু রুটি এবং মাছ বৃদ্ধি করেছিলেন 5000 হাজার জন লোকে খাওয়ানোর জন্য | খাদ্যের পরিমান বৃদ্ধি পেয়েছিল তাতে সেখানে প্রয়োজনের বেশি খাদ্য ছিল সবাইকে খাওয়ানোর জন্য |
  • প্রেক্ষাপটের উপর নির্ভর করে, এই শব্দটা এভাবেও অনুবাদ করাজাতে পারে যেমন “বৃদ্ধি” বা “বৃদ্ধির কারণ” বা “অনেক সংখায় বৃদ্ধি” বা “অনেক সংখায় বৃদ্ধি পাওয়া” বা “বহুসংখায় হওয়া |”
  • “তোমার অনেক যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে” বাক্যাংশটা এভাবেও অনুবাদ করাযায় যেমন “তোমার যন্ত্রণা খুব ভয়ঙ্কর করার কারণ” বা “তোমাকে আনেক বেশি যন্ত্রণা অনুভব করানোর কারণ করা |”
  • “ঘোড়ার বৃদ্ধি” করা মানে “লোভিভাবে বেশি করে ঘোড়া রাখা” বা “অনেক বেশি সংখায় ঘোড়া পাওয়া |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H3254, H3527, H6280, H7231, H7233, H7235, H7680, G4052, G4129