bn_tw/bible/other/memorialoffering.md

2.7 KiB

স্মারক, স্মারক উত্সর্গ

সংজ্ঞা:

“স্মারক” শব্দটা উল্লেখ করে একটা কাজ বা বস্তু যা কনেকজন বা কোনকিছুকে মনে করায় |

  • এই শব্দটা বিশেষণ হিসাবেও ব্যবহিত হয় কিছু বর্ণনা করার জন্য যা তাদের কিছু মনে করিয়ে দেয়, যেমন “স্মারক অর্ঘ,” বলিদানের “স্মারক অংশ” বা “স্মারক প্রস্তর |”
  • পুরাতন নিয়মে স্মারক অর্ঘ তৈরী হত যাতে ইস্রায়েলীয়রা মনে করতে পারে যে তাদের জন্য ঈশ্বর কি করেছেন |
  • ঈশ্বর ইস্রায়েলীয় যাজকদের বিশেষ ধরনের কাপড় পরতে বলেছিলেনযা স্মারক প্রস্তরে ছিল | এই পাথরগুলো গায়ে ইস্রায়েলের বারো জাতির নাম লেখা আছে | এটা হয়তো তাদের মনে করিয়ে দেবে ঈশ্বরের বিশ্বস্ততা তাদের প্রতি |
  • নতুন নিয়মে, ঈশ্বর একজন ব্যক্তিকে গরীবদের প্রতি তার দানশীলতার কাজের জন্য সম্মানিত করেন যার নাম কর্নেলিয়| ঈশ্বরের সামনে এই কাজগুলোকে বলা হয় একটি “স্মারক |”

অনুবাদের পরামর্শ:

  • এটা এভাবেও অনুবাদ করাযায় যেমন “দীর্ঘস্থায়ী স্মরণচিহ্ন |”
  • একটি “স্মারক প্রস্তর” এভাবেও অনুবাদ করাযায় যেমন একটি “প্রস্থর যা তাদের মনে করিয়ে দেয় (কোন কিছুর) |”

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2142, H2146, G3422