bn_tw/bible/other/meditate.md

2.2 KiB

ধ্যানকরা, ধ্যান, ধ্যান

সংজ্ঞা:

“ধ্যানকরা” শব্দটার মানে কোন কিছুর বিষয় যত্নসহকারে এবং গভীরভাবে চিন্তা করায় সময় ব্যায় করা |

  • এই শব্দটা প্রায়ই বাইবেলে ব্যবহিত হয়, ঈশ্বর এবং তাঁর শিক্ষার বিষয় চিন্তা করা বোঝাতে |
  • গীতসংহিতা 1 বলে যে ব্যক্তি প্রভুর ব্যবস্থা “দিন এবং রাত” ধ্যান করে সে মহা আর্শিবাদ প্রাপ্ত হবে |

অনুবাদের পরামর্শ:

  • “কোন কিছু উপর ধ্যান করা”এভাবেও অনুবাদ করা যায় যেমন “চিন্তা করা যত্নসহকারে এবং গভীরভাবে” বা “বিবেচনাপূর্বক চিন্তা করা” বা “প্রায়ই এই বিষয় চিন্তা করা |”
  • বিশেষ্য পদ হল “ধ্যান” এবং এভাবেও অনুবাদ করা যায় যেমন “গভীর চিন্তা |” একটি শব্দাংশ যেমন “আমার হৃদয়ের চিন্তা” এভাবেও অনুবাদ করাযায় যেমন “যে বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করি” বা “যা আমি প্রায়ই চিন্তা করি |”

অবিবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1897, H1900, H1901, H1902, H7742, H7878, H7879, H7881, G3191, G4304