bn_tw/bible/other/mealoffering.md

1.4 KiB

ভক্ষ্য-নৈবেদ্য, ভক্ষ্য-নৈবেদ্যের, খাদ্য-নৈবেদ্যের

সংজ্ঞা:

একটি “খাদ্য-নৈবেদ্য” বা “ভক্ষ্য-নৈবেদ্য” হল ঈশ্বরের উদ্দেশ্যে শস্যের রূপে উৎসর্গ বা রুটি/খাবার যা ময়দা দিয়ে তৈরী |

  • “খাবার” শব্দটা উল্লেখ করে শস্যের যা মাটিতে পিষে ময়দা করা হয় |
  • ময়দা জলের বা তেলের সঙ্গে মেশানো হত চেপটা রুটি বানানোর জন্য | কখনো কখনো রুটির ওপরে তেল ছড়িয়ে দেওয়া হত |
  • এই ধরনের নৈবেদ্য সাধারনত হোম-বলির সঙ্গে একসঙ্গে উৎসর্গ করা হত |

(এছাড়াও দেখুন: হোমবলি, শস্য,উৎসর্গ)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H4503, H8641