bn_tw/bible/other/magic.md

2.2 KiB

যাদু, মোহনীয়, যাদুকর, যাদুকরেরা

সংজ্ঞা:

“যাদু” শব্দটা অতিপ্রাকৃতিক শক্তি ব্যবহারের অনুশীলনের উল্লেখ করে যা ঈশ্বর থেকে আসে না | একটা “যাদুকর” হল এমন একজন যিনি যাদু অভ্যাস করেন |

  • মিশরে, যখন ঈশ্বর মোশির দ্বারা আশ্চর্য জিনিস করলেন, মিশরীয় ফৌরনের যাদুকররাও সেই একই ধরনের কিছু জিনিস করতে সমর্থ ছিল, কিন্তু তাদের শক্তি ঈশ্বর থেকে আসে নি |
  • যাদুতে প্রায়ই মন্ত্র জড়িত থাকে বা কিছু নির্দিষ্ট শব্দ আবৃতি করা কিছু অতিপ্রাকৃতিক ঘটানোর জন্য |
  • ঈশ্বর তাঁর লোকেদের এই সব না করার আদেশ দেন বা অলৌকিক উপায়ে ভবিষ্যতবাণী করতে বারণ করেন |
  • একজন গুনিন হল একধরনের যাদুকর, সাধারনত একজন যে জাদু ব্যবহার করে অন্যদের ক্ষতি করার জন্য |

(এছাড়াও দেখুন: অলৌকিক উপায়ে ভবিষ্যতবাণী করা, মিশর, ফৌরন, শক্তি, গুনিন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2748, H2749, H3049, G3097