bn_tw/bible/other/laborpains.md

1.9 KiB

বেদনা, গর্ভস্থা, গর্ভ বেদনা

সংজ্ঞা:

একজন মহিলা যিনি “গর্ভস্থায়” যন্ত্রণার ভোগ করছেন, যা তাকে তার বাচ্চার জন্ম দেওয়া পর্যন্ত নিয়ে যায় | এগুলোকে বলা হয় “গর্ভ বেদনা |”

  • প্রেরিত পৌল গালাতীয়দের লেখা তাঁর চিঠিতে এই রূপকার্থ শব্দটা ব্যবহার করেন, তাঁর নিজের তীব্র সংগ্রামের ব্যখ্যা করে তাঁর সহ বিশ্বাসীদের আরও বেশি করে খ্রীষ্টের মতো হওয়ার জন্য সাহায্য করতে |
  • গর্ভ বেদনার উপমা বাইবেলেও ব্যবহিত হয় বর্ণনার জন্য যে শেষের দিনে কি রকম বিপর্যয়ের বৃদ্ধি এবং তীব্রতার ঘটবে |

(এছাড়াও দেখুন: বেদনা, শেষের দিন)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2342, H2470, H3018, H3205, H5999, H6045, H6887, H8513, G3449, G4944, G5088, G5604, G5605