bn_tw/bible/other/know.md

5.4 KiB

জানা,জানেন,জানতেন,জানছে,জ্ঞান,জ্ঞাত,পরিচিত করা,পরিচিত করানো,পরিচিত হওয়া,অজানা,পূর্বেই জেনে ছিলেন, পূর্বজ্ঞান

সংজ্ঞা:

“জানা” অর্থ হলো কোনকিছুকে বোঝা বা একটি তথ্য সম্পর্কে সচেতন থাকা৷ “জানতে শেখানো” শব্দসমষ্টি এক মুখাবয়াব যার অর্থ হলো তথ্যকে বলা৷

  • “জ্ঞান” শব্দটি তথ্যকে নির্দেশ করে যা লোকেরা জানে৷ জাগতিক ও আত্মিক উভয় বিষয়কে জানতে এর প্রয়োগ করা যেতে পারে৷
  • ঈশ্বর “বিষয়ে জানা” তার অর্থ হলো তাঁর সম্পর্কিত বিষয়কে জানা কারণ তিঁনি আমাদের কাছে তা প্রকাশ করেছেন৷
  • ঈশ্বরকে “জানা” এর অর্থ হলো তাঁর সঙ্গে সম্পর্ক রাখা৷ এটি লোকেদের জানানোর ক্ষেত্রে ব্যাবহার করা যেতে পারে৷
  • ঈশ্বরের ইচ্ছাকে জানা এর অর্থ হলো তাঁর আজ্ঞা সম্পর্কে সচেতন থাকা, অথবা একজন মানুষের কি করা উচিত যা তিঁনি চান তা বোঝা৷

“নিয়মকে জানা” এর অর্থ হলো ঈশ্বরের আজ্ঞা সম্পর্কে সচেতন থাকা বা ঈশ্বর তিঁনি মোশিকে দেওয়া নিয়মে কি নির্দেশ দিয়েছিলেন তা বোঝা৷

  • কখনো কখনো “জ্ঞান” ব্যাবহার হয় “প্র্জ্ঞা”র সমার্থক শব্দ রূপে, যা ঈশ্বরকে প্রসন্ন করার জীবনযাপনে অন্তর্গত৷
  • “ঐশরিক জ্ঞান” কখনো কখনো “সদাপ্রভুর ভয়” সমার্থক রূপে ব্যাবহার হয়৷

অনুবাদ নির্দেশাবলী

“জানা” অনুবাদটি প্রসঙ্গের উপরে নির্ভরশীল এটি হতে পারে “বোঝা” বা “পরিচিত হওয়া” বা “সচেতন হওয়া” বা “অবগত হওয়া” বা “সম্পর্কিত হওয়া৷” কিছু কিছু ভাষাতে “জানা”র জন্য দুটি পৃথক শব্দ আছে, একটি কোনো কিছুকে জানতে এবং অপরটি কোনো ব্যাক্তিকে জানতে ও তার সাথে সম্পর্ক থাকা৷

  • “পরিচিত করা” শব্দটি এভাবেও অনুবাদ হতে পারে যথা “মানুষের নিমিত্ত পরিচিত করা” বা “প্রকাশ, বা “সম্বন্ধে বলা” বা “ব্যাখ্যা৷”
  • কোনকিছু “সম্বন্ধে জানা” এভাবেও অনুবাদ হতে পারে যথা “সচেতন হওয়া” বা “ঘনিষ্ঠ ভাবে৷”
  • “কি ভাবে জানাযায়” মুখাবয়াবটিও অর্থ পদ্ধতিকে বোঝা বা কোনো কিছু করার প্রক্রিয়াকে জেনে নেওয়া৷ এটি এভাবেও অনুবাদ হতে পারে যথা “করতে সক্ষম” বা “দক্ষতা থাকা৷”
  • “জ্ঞান” শব্দটি এভাবেও অনুবাদ হতে পারে যথা “জানা বিষয়” বা “প্রজ্ঞা” বা “বুঝতে পারা,” প্রসঙ্গের উপরে নির্ভরশীল৷

(দেখুন:নিয়ম,প্রকাশ,বোঝা,জ্ঞানী)

বাইবেল পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H1843, H1844, H1847, H1875, H3045, H3046, H4093, H4486, H5046, H5234, H5475, H5869, G50, G56, G1097, G1107, G1108, G1231, G1492, G1921, G1922, G1987, G2467, G2589, G3877, G4267, G4894