bn_tw/bible/other/kiss.md

2.4 KiB

চুম্বন,চুম্বন,চুম্বন করেছিল, চুম্বন করা

সংজ্ঞা:

চুম্বন হলো এক কার্য যেখানে এক ব্যক্তি তার ওষ্ঠকে অন্য আরএক জনের ওষ্ঠ বা মুখমন্ডলকে স্পর্শ করে৷ এই শব্দটি রুপকধর্মী রূপে ব্যবহার করা যেতে পারে৷

  • কিছু রীতিনীতিতে একে অপরের গালে চুম্বন করা এক ধরণের অভিবাদন বা বিদায় জানাতে করা হয়৷
  • চুম্বন দুটি ব্যক্তির মধ্যে এক গভীর যোগাযোগ, যেমন এক স্বামী আর স্ত্রীর সম্পর্ক৷
  • “কোনো ব্যাক্তিকে বিদায়সম্বর্ধনা দিতে এই চুম্বন” মুখাবয়াব, এর অর্থ হলো চুম্বনের সাথে বিদায় জানানো৷
  • কোনো কোনো সময় “চুম্বন” শব্দটি “বিদায় জানাতে” ব্যাবহার হয়৷ যখন ইলিশায় এলিয়কে বলেছিলেন, “প্রথমে গিয়ে আমার মা ও বাবাকে চুম্বন করতে দাও,” তিনি বলতে চেয়েছিলেন যে এলিয়কে অনুসরণ করার আগে বাবা ও মাকে বিদায় জানিয়ে আসার কথা৷

বাইবেল পদ:

শব্দ তথ্য:

  • Strong's: H5390, H5401, G2705, G5368, G5370