bn_tw/bible/other/kind.md

2.3 KiB
Raw Permalink Blame History

প্রকার, প্রকার, অনুগ্রহ, অনুগ্রহ

বর্ণনা :

“প্রকার” এবং “প্রকার” শব্দ দুটি কোনো বস্তুর বিভাগীয় বৈশিষ্ঠের গোষ্ঠী বা শ্রেণীবিভাগকে বোঝায়৷

বাইবেলে এই শব্দটি বিশেষ ভাবে ব্যবহার করা হয়েছে গাছপালা এবং জীবজন্তুর প্রকারভেদ করনার্থে যা ঈশ্বর পৃথিবীর সৃষ্টিকালে বানিয়েছিলেন ৷

নিয়ত সেখানে ছিল নানাধরনের বিভিন্নতা অথবা প্রজাতী প্রত্যেক “প্রকারের” মধ্যে ৷ উদাহরণ স্বরূপ, ঘোড়া, জেব্রা,এবং গাধা সকলেই একই “প্রকার”, কিন্তু তারা নানা প্রজাতির ৷

  • প্রধান জিনিসটি হলো এই প্রত্যেক “প্রকার” স্বতন্ত্র যা আলাদা গোষ্ঠী এবং যার সদস্যরা সম “প্রকার” গোষ্ঠী উত্পন্ন করে বিভিন্ন প্রকারের সদস্যরা তারা একে অপরের সঙ্গে একই জিনিস করতে পরে না ৷

অনুবাদ পরামর্শ

  • এই শব্দটি অনুবাদ করতে আপনি এইগুলি ব্যবহার করতে পারেন “প্রকৃতি” অথবা “শ্রেনী” অথবা “দল” অথবা “পশু (গাছপালা) দল” অথবা “বিভাগ ৷”

বাইবেল পদ :

শব্দ তথ্য:

  • Strong's: H2178, H3978, H4327, G1085, G5449