bn_tw/bible/other/kin.md

1.9 KiB

বংশ, আত্মীয়, স্বজাতীয়, আত্মীয়বর্গ,জ্ঞাতি, জ্ঞাতিগোষ্ঠী

বর্ণনা :

“বংশ” শব্দটি ব্যক্তির রক্তের সম্পর্ককে বোঝায়, গোষ্ঠী হিসাবে বিবেচনা করা হয় ৷ “জ্ঞাতি” শব্দটি বিশেষ করে এক পুরুষ স্বজনকে বোঝায় ৷

  • “বংশ” শব্দটি কেবল এক ব্যক্তির নিকট আত্মীয়কে বোঝায়, যা একই পিতামাতার সন্তান, অথবা এটা এক দূরসম্পর্কীয় আত্মীয়কেও বোঝায়, যেমন পিসি, কাকা বা তুতো ভাইবোনেদের বোঝায় ৷
  • প্রাচীন ইস্রায়েলিদের, যদি কোনো পুরুষ মারা যেত, তাহলে তার নিকট পুরুষ আত্মীয়টি তার বিধবাকে বিয়ে করতে পারতো, এবং সে সেই লোকের সম্পত্তি ও তার বংশের নাম রক্ষা করতে সাহায্য করত ৷ এই আত্মীয়টিকে “পরিজন উদ্ধারকর্তা” বলা হয় ৷
  • এই “বংশ” শব্দটি “আত্মীয়” অথবা “পরিবারের সদস্যকে” অন্তর্ভূক্ত করে ৷

বাইবেলের পদগুলি :

শব্দ তথ্য:

  • Strong's: H251, H1350, H4129, H4130, H7138, H7607, G4773