bn_tw/bible/other/inquire.md

2.7 KiB
Raw Permalink Blame History

জিজ্ঞাসা, অনুসান্ধান করা তদন্ত

ঘটনাঃ

“ অনুসান্ধান” শব্দটির মানে কাউকে কোনকিছু সম্বন্ধে জিজ্ঞাসা করা। “ জিজ্ঞাসা” এই ভাবটি প্রায় ব্যবহার করা হই ঈশ্বর কাছে জ্ঞান বা সাহায্য পাবার জন্য।

  • পুরাতন নিয়মে লিপিবদ্ধ আনেক ঘটনা যখন লোকেরা ঈশ্বর এর কাছে জিজ্ঞাসা করেছিল।
  • শব্দটি ব্যাবহার করা যেতে পারে একজন রাজা বা সরকারি কর্মকর্তা যা লিখিত লিপিবদ্ধ করা আছে তা সমন্ধে জিজ্ঞাসা করা।
  • প্রসসঙ্গ জা লেখা আছে “ জিজ্ঞাসা” এই ভাবে আনুবাদ করা যেতে “খোঁজা” বা “ তথ্য অনুসান্ধান করা”

“ সদাপ্রভুর অনুসান্ধান” প্রসঙ্গতি এই ভাবে করা যেতে পারে “ সদাপ্রভুর কাছ থেকে নিরদেশিকা যাচ্ছা করা” বা “ কি করবো সদাপ্রভুর কাছে যাচ্ছ া করা”। “অনুসান্ধান করা” এটা এইভাবে অনুবাদ করা যেতে পারে “ জিজ্ঞাসা করা” “ তথ্য সমন্ধে জিজ্ঞাসা করা”।

  • যখন সদাপ্রভু বলে “ আমি তোমাদের জিজ্ঞাসা করবো না” এটা এইভাবে অনুবাদ করা যাই “ আমি তোমাকে অনুমতি দেব না যে আমার কাছে তথ্য সমন্ধে জিজ্ঞাসা করুন”।

বাইবেল অনুচ্ছেদঃ

শব্দ তথ্য:

  • Strong's: H1240, H1245, H1875, G1830