bn_tw/bible/other/imitate.md

2.1 KiB

অনুকরন, অনুকারি, অনুকারীগণ

সাঙ্ঘা

“অনুকরন” এবং “ অনুকারী” পরিভাসাতির অর্থ হল অন্নকে নকল করা বা অন্নকে দেখে আমিও সেইরকম করা।

  • ক্রিস্টিয়ান রা শিক্ষা পায় যেন তারা প্রভু যিশুকে আনুকরন করে এবং ঈস্বারের বাধ্য হয় অন্যকে ভালবাসার মধ্যে দিয়ে।
  • প্রেরিত পোল প্রথম শতাব্দীর মান্দলিকে জিসুর আনুকরন করতে বলেছিল যেমন তিনি যিশুকে আনুকরন করেন।

আনুবাদ পরামর্শ

  • “আনুকরন” কথাটি এইভাবে আনুবাদ করা যাই “ সেই মত করা” বা “ তার আনুকরনের উদাহারন সরূপ”
  • ভাব “ ইস্বারকে আনুসারন করার” এইভাবে আনুবাদ করা যাই “"যারা ঈশ্বরের মতো আচরণ করে" বা “ লোকেরা যারা ইস্বারের কথা অনুযায়ী কাজ কে করে”
  • তুমি আমাদের মতো অনুকারি হও” এই ভাবে অনুবাদ করা যাই “ তুমি আমার উদাহারন অনুসরন কর” বা তুমি সেই মতো ইস্বারের কাজ কে করো যেমন আমাদেরকে দেখেছ করতে”

বাইবেল আনুছেদঃ

শব্দ তথ্য:

  • Strong's: H310, H6213, G1096, G2596, G3401, G3402, G4160