bn_tw/bible/other/horse.md

2.1 KiB

ঘোড়া, ঘোড়াগুলি, যুদ্ধের ঘোড়া, যুদ্ধের ঘোড়াগুলি, অশ্বপৃষ্ঠ

বর্ণনা:

ঘোড়া হলো এক বিশাল চতুস্পদ জন্তু যা বাইবেলের সময় খামারের কাজে এবং মানুষের যাতায়াতের জন্য৷

  • কিছু ঘোড়াকে গাড়ি টানা বা রথের মত ব্যাবহার করা হতো, যখন লোকেদের বহন করা হতো এক স্বন্ত্র চালক দ্বারা৷
  • ঘোরাগুলিকে প্রায় সময় মুখে লাগাম ও মাথায় লাগাম লাগানো হতো যাতে তারা নিয়ন্ত্রণে থাকে৷
  • বাইবেলে, ঘোড়াদের দামী সম্পত্তি রূপে ধরা হতো এবং সম্পদের পরিমাপ করা হতো, বিশেষ করে তাদের যুদ্ধে ব্যবহারের জন্য৷ উদাহরণ হিসাবে, রাজা সলোমনের বিশাল সম্পদের একটা বড় অংশ ছিল ঘোড়া ও রথ৷
  • ঘোড়ার সমতুল্ল্য প্রাণীদের মধ্যে গাধা ও খচ্চর ও ছিল৷

(অবশ্য দেখুন: রথ, গাধা, সলোমন)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H47, H5483, H5484, H6571, H7409, G2462