bn_tw/bible/other/head.md

5.3 KiB
Raw Permalink Blame History

মস্তক, মস্তক,কপাল, কপাল, তাক পড়া, মস্তক উচু, মস্তক নিচু, মাথার খুলি, মস্তক কাটা

সংঘা:

বাইবেলে এই শব্দটি “মস্তক” অনেক রূপক অর্থে বাবহার করা হয় ।

  • অনেকসময় এই শব্দতি অন্যের ওপর কর্ত্বিত্ত বজায় রাখার জন্য বাবহার বাবহার করা হয় যেমন “তুমি আমাকে এই জাতির ওপর মস্তক স্বরূপ করেছ”। এইটা এইভাবে অনুবাদ করা যেতে পারে “ তুমি আমকে শাসক করেছ...” বা “ তুমি আমাকে তাদের ওপের কর্তিত্ব ভার দিয়েছ...”
  • যিশু বলেছেন আমি “ মন্ডলীর মস্তক”। যেমন একজন বেক্তি মস্তক বা অন্য সদ্যসদের ওপরে নিযুক্ত, তেমনি নিয়ে হযায় বা মন্ডলীর “সদ্যসদের” ওপরে নিযুক্ত ।
  • নতুন নিয়ম এটাই শিক্ষা দেয় স্বামী হচ্চ্ছে স্ত্রীর “মস্তক.” তার ওপর দায়িত্ব আছে যেন সে তার স্ত্রী ও পরিবারকে পথ দেখান ।
  • ভাবটি “কোনো খুর তার মস্তকে উঠবে না” মানে “ তিনি কখনও তার চুল ও দাড়ি কাটবে না”।
  • ভাবটি “ মস্তক” উল্লেখ করা যায় প্রথম কিছু উত্স থেকে যেমন “ রাস্তার মস্তক রূপে”।
  • ভাবটি “ ফসলের মস্তক” নির্দেশ করে গম, বার্লি অপরের অংশ যাতে বিজ থাকে.
  • অন্য রূপক অর্থে “ মস্তক” বলতে একজন বেক্তিকে বোঝানো হয়ে থাকে যেমন “ ধুসর মাথা” অঝে একজন বয়স্ক বেক্তি কে বা “ যোসেফের মস্তক” যা জোসেফ কে উল্লেখ করে । (আরো দেখো/প্রতিরুপক ভাবে
  • ভাবটি” তাদের রক্ত যেন তাদের মস্তকে বর্তায়” মানে সেই বেক্তি তার মিত্বুর জন্য দায়ী এবং সে তার জন্য দন্ড পাবে.

অনুবাদ প্রসঙ্গ

  • প্রিস্তভূমির ওপর উল্লেখ করে “ মস্তক” কথাটি এইভাবে অনুবাদ করা যেতে পারে “ অধিকার” বা “ কেও একজন নির্দেশ করুক” বা “ কেও একজন সে জন্য দায়ী”
  • ভাবটি “ পুরো প্রধান” বলতে ভজাই সেই বেক্তিকে এবং ভাবটি এই ভাবে অনুবাদ করা যেতে পারে সেই বেক্তির নাম । উদাহার স্বরূপ “ জোসেফের মস্তক” সাধারণত এই ভাবে অনুবাদ করা যেতে পারে “ জোসেফ”।
  • ভাবটি “ তার নিজের মাথায় থাকবে” এইভাবে অনুবাদ করা যেতে পারে” তার ওপর হতে পারে” বা “ সে তার জন্য দায়ী” বা “ তাকে তার জন্য দায়ী করা হবে” “ বা সে তার জন্য দন্ড পাবে”।
  • পৃষ্ট ভূমির ওপর নির্ভর করে অন্য ভানে অনুবাদ করা যায় যেমন “ প্রথম” বা “উত্স” বা “ শাসক” বা” “নেতা” বা “ শিখর”

(আরদেখো: দানা)

বাইবেলের পদগুলো

শব্দ তথ্য:

  • Strong's: H441, H1270, H1538, H3852, H4425, H4761, H4763, H5110, H5324, H6285, H6287, H6797, H6915, H6936, H7139, H7144, H7146, H7217, H7226, H7218, H7541, H7636, H7641, H7872, G346, G755, G2775, G2776, G4719